ছবি – সংগৃহীত
অস্বাস্থ্যকর,নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারি পন্যে ঊৎপাদন করা এবং কর্মকর্তা,কর্মচারীদের স্বাস্হ্য সনদ না থাকাত নগরীর বাকলিয়ার কালামিয়া বাজারের মালাই ফুডকে চার লক্ষ টাকার জরিমান করেছে চসিকের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার( ই এপ্রিল) চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর উদ্যেগের এ অভিযান পরিচালিত হয়।এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্যাট মারুফা বেগম নেলী।
একই অভিযানে চান্দগাঁও রোড়ের চৌধুরী ইস্কুল সংলগ্ন ফেমাস নামের একটি ভেজাল ঘি কারখানা সিলগালা করে বন্ধ করে দেন।
কালামিয়া বাজারের নিত্যপন্যের বাজারদর তদারকি ও মূল্যতালিকা যাচাই করে একই আদালত।এসময় বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করা হয় বলে বিডি টুডে নিউজকে জানিয়েছে ভ্রাম্যমান আদালতের সহকারী মো জাফর।
বিডি টুডে নিউজ ডেস্ক-
আপনার মতামত লিখুন :