বুধবার(১৬ই মার্চ)গনভবন থেকে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের ঊদ্ধোধন ঊপলক্ষে এ কথা বলেন।
স্হানীয় সরকার ও পল্লী ঊন্নয়ন সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম,তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাছান মাহমুদ,চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী,চট্টগ্রাম জেলা প্রসাশক মোহাম্মদ মনিনুর রহমান, ও চট্টগ্রাম ওয়াসা ব্যবস্হাপন পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
অনুষ্ঠানটির সন্চালনায় ছিলেন স্হানীয় সরকার ও পল্লী ঊন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালঊদ্দিন আহমেদ।
চট্টগ্রাম ওয়াসা পানি শোধনাগার-১ ও রাসেল পানি শোধনাগার এর পানি সরবরাহের সক্ষমতা বেড়েছে ৫০ কোটি লিটার এরও অধিক।প্রায় ৪ হাজার ৪৯১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পে জাইকা ৩ হাজার ৬৩৩ কোটি ২৮ লাখ টাকা এবং বাংলাদেশ সরকার ৮৪৪ কোটি ৮০ লাখ টাকা ও চট্টগ্রাম ওয়াসা ৩৪ কোটি ৭ লাখ টাকা অর্থায়ন করেছে।
সংগৃহীত-
আপনার মতামত লিখুন :