ছবি-সংগৃহীত
ঘানাইয়ান ফুটবলার থমাস আর্তি ইসলাম ধর্ম গ্রহন করেছে।বর্তমানে তিনি নাম বদলে রেখেছেন ইয়াকুব।ইতিমধ্যে তিনি মরক্কীয় তরুনীকে বিয়েও করেন।
এসব খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।ইনষ্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে থমাস থেকে ইয়াকুব হওয়া এই ফুটবলার বলেন,ইসলামে আমার নাম হবে ইয়াকুব।
ঘানার স্হানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবী,ইয়াকুব যে তরুনীকে বিয়ে করেছেন তার নাম সারাহ বেলা।এই মুসলিম তরুনীর প্রেমে পড়েই ইসলাম গ্রহনের সিদ্ধান্ত নেন ইয়াকুব।
ইয়াকুব আর সারাহর বিয়ে পড়িয়েছেন, লন্ডনের সেই আলেম,যিনি ইতিপূর্বে তাকে ইসলামে দীক্ষিত করেন।ঐ আলেম শহরটি শরঈ বিষয়ক আইন কর্মকর্তা।এই নব দম্পতি ইসলামী শরীয়া মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :