[gtranslate]

গ্রাজুয়েট হল ৩৭৭ জন পুলিশ সদস্য,এদের মধ্যে নারী সদস্য ২১ জন- স্বরাষ্ট্রমন্ত্রী


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ৬, ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ণ / ৫৮
গ্রাজুয়েট হল ৩৭৭ জন পুলিশ সদস্য,এদের মধ্যে নারী সদস্য ২১ জন- স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্কাতানের কাবুলে পুলিশ একাডেমির ১৩ তম গ্রাজুয়েশন অনুষ্টানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সাধারন ক্ষমার আওতায় কেউ কোন ধরনের নিরাপত্তাগত সমস্যার মূখে পড়বে না।

প্রথমবারের মত প্রাকাশ্যে এসে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী হাক্কানি দেশ থেকে চলে যাওয়া আফগানদের দেশে ফিরে আসার আহবান জানান।শনিবার কাবুলে একটি অনুষ্ঠানে মন্ত্রী গনমাধ্যমকে এসব কথা বলেন।

হাক্কানি বলেন,ইসলামী আমিরাত দোহায় তার দেয়া প্রতিশ্রতিগুলো রক্ষা করবেন।কাউকে আফগান থেকে হুমকি দিতে দেয়া হবে না।

নারীদের কাজ করার অধিকারসহ নারীদের ঊপর বিধিনিষেধ সম্পর্কে আন্তর্জাতিক সমালোচনার দিকে ইংগিত করে হাক্কানি বলেন,দেশে বেশ কয়েকজন পুলিশ সদস্যও গ্রাজুয়েট হয়েছে।

হাক্কানি বলেন,নারীসহ নতুন গ্রাজুয়েটদের সরকারের বিভিন্ন গুরুত্বপুর্ন বিভাগে এদেরকে নিয়োগ দেয়া হবে।

তল্লাশির অভিযোগ প্রসংগে হাক্কানি বলেন,নিরাপত্তা বাহিনীর উচিত হবে না,লোকজনের জন্যে সমস্যা সৃষ্টি করা।প্রয়োজনে বিজ্ঞ আলেমদের অভিমত নিয়ে তল্লাশি চালানো উচিত বলে তিনি মনে করেন।

একই অনুষ্ঠানে আবদুস সালাম হানাফিও ঊপস্হিত ছিলেন।তিনি বলেন জাতিগত বা ধর্মীয় পরিচয়ে কাউকে অনৈক্য সৃষ্টি করতে দেয়া হবে না। তিনি চলে যাওয়া আফগানদের ফিরে আসারও আহবান জানান।

সূত্র-তোলো নিউজ
ছবি- সংগৃহীত