[gtranslate]

গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিস্কার করল ১২ জনকে- যুক্তরাষ্ট্র


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১, ২০২২, ৩:২৬ অপরাহ্ণ / ৬৭
গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিস্কার করল ১২ জনকে- যুক্তরাষ্ট্র

গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘ মিশনের রাশিয়ান ১২ সদস্যকে সোমবার বহিস্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।তাদেরকে গোয়েন্দা অপারেটিভ হিসেবে অভিযুক্ত করে এই সিদ্ধান্তে নেয়া হয়।

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের পন্চম দিনে বাইডেন প্রশাসন এই পদক্ষেপ গ্রহন করেন।

জাতিসংঘে মার্কিন মিশন এক বিবৃতিতে বলেছে,তাদের জাতীয় নিরাপত্তা পরিপন্তি কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে জড়িত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগের অপব্যবহার করেছে রুশ সৈন্যরা।

মিশন জানিয়েছেন,মিশনের সিদ্ধান্ত কয়েকমাস ধরে উন্নয়নশীল ও ১৯৩ সদস্যের বিশ্ব সংস্হার হোষ্ট হিসেবে জাতিসংঘের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি অনুসারে নেয়া হয়েছে।রাশিয়ান রাষ্ট্রদূত জানায়,যখন যুক্তরাষ্ট্র কাউকে অনাস্হাভাজন মনে করে তখন তারা এই অজুহাত দেখায়।এইটা তাদের একমাত্র ব্যাখ্যা।
মার্কিন অ্যাম্বাসাডর রিচার্ড মিলস বহিস্কার এর বিষয়টি নিশ্চিত করেন।