[gtranslate]

গীবত থেকে বাঁচার ঊপায়-প্রভা


বিনোদন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২২, ৭:১৮ পূর্বাহ্ণ / ১২৮
গীবত থেকে বাঁচার ঊপায়-প্রভা

ছবি- সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা স্যেশ্যাল মিডিয়া বেশ সক্রিয় প্রায়ই ছবি শেয়ার করেন।মনের অনুভূতি ফুটিয়ে তোলেন নিজের ষ্ট্যাটাসে।আবার কখনো ভক্তদের পরামর্শ দেন ভক্তদের।

রেববার(১৪ আগষ্ট) ভক্তদের কিছু পরামর্শ দিয়েছেন প্রভা।জানালেন,কিভাবে পাপ থেকে নিরাপদ রাখা যায়।রেস্তোরায় তোলা একটি ছবিও পোষ্ট করেছেন।

এই অভিনেত্রী লিখেছেন,”আমার জীবনে সবচেয়ে বেশী যে জিনিস দেখেছি, তা হলো,-সেখানে বেশী মানুষ,সেখানেই গীবত।যদি কিছু মানুষ একত্রিত হয়,সেখানে অন্যের নামে গীবত শুরু করে দেয়

ভক্তদের পরামর্শ দিয়ে প্রভা লিখেছেন,”যখনই তুমি এমন কোন দৃশ্যে দেখবে,চেষ্টা করবে সেটা এড়িয়ে যেতে।তাহলে তুমি পাপ থেকে নিরাপদ থাকবে।এবং যার নামে গীবত করা হচ্ছে তার ঘৃনা থেকেও বাচবে।অন্যথায় তুমি পাপী হবে।তিনি আরো বলেন,গীবত ঋনের চাইতেও ভয়ংকর।

ঊল্লেখ্য,কিছু মানুষ মানতে চাই না,আপনি ভালোর জন্যে পরিবর্তন হয়েছেন।তারা আপনার পুরানো অবস্হা নিয়ে কথা বলবে।তারা আপনাকে নতুন আলোয় দেখতে নারাজ।এদেরকে এড়িয়ে চলুন।

বিডি টুডে নিঊজ

বিনোদন।             প্রভা