ছবি- সংগৃহীত
বলিউড তারকা গায়ক কৃষ্নকুমার কুনাথ ওরফে কেকে গাইতে গাইতে চলে গেলেন না ফেরার দেশে।বয়স তার ৫৪ বছর।
মংগলবার কলকাতার নজরুল মন্চে গানের অনুষ্ঠান ছিল তার।অনুষ্ঠান শেষে হোটেলে ফিরেই অসুস্হ য়ে পড়েন তিনি।তাড়াতাড়ি করে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।সেখানকার চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন।তখন স্হানীয় সময় রাত নয় টা।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান,হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।কেকের মৃত্যু খবর প্রথম ফেসবুকে জানান কিশোর পুত্রবধু অমিত কুমার এর স্ত্রী রিমা গংগোপাধ্যায়।তার মৃত্যুতে শিল্পী মহলে শোকের ছায়া নেমে আসে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :