তালিকায় গনমাধ্যমের স্বাধীনতায় সবার শীর্ষে রয়েছে নরওয়ে আর সবার পিছনে আছে ঊত্তর কোরিয়া।এবার ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্হান ১৬২ তম।২০২১ সনে বাংলাদেশের অবস্হান ছিল ১৫২ তম।বাংলাদেশ পিছিয়েছে ১০ ধাপ।
চলতি বছর বাংলাদেশের পয়েন্ট হল ৩৬ দশমিক ৬৩।বিপরীতে এর আগের বছর বাংলাদেশের পয়েন্ট ছিল ৫০ দশমিক ২৯।
বিশ্বজুড়ে গনমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স ঊইদাঊট বর্ডার্স(আর এসএফ) এ সূচক প্রকাশ করেছে।যা ২০২২ সালের গনমাধ্যমের স্বাধীনতা সূচকের চিত্র অনুসারে প্রকাশিত।
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :