ছবি-সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সূত্রে পরিচয়,বন্ধুত্ব।মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরী স্টেটের ক্যানসাস সিটির নাগরিক রাইয়ান কফম্যান।
গত ২৯ মে তিনি বাংলাদেশে এসে গাজী পুরের মেয়ে সাইদা ইসলামের সাথে বিয়ে হয়।কনে সাইদা ইসলাম(২৬)গাজীপুরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাষ্টারের নাতনী ও মৃত সিকান্দর আলীর মেয়ে।
সাঈদার নানা মোশারফ হোসেন জানান,জামাইয়ের মৃত্যুর(২০১৯ সাল) পর আমার মেয়ে দুই নাতনীকে নিয়ে ঢাকা থেকে গাজীপুরে চলে আসে।এখন তারা আমার এখানে থাকে।তার বাবার মৃত্যু পর সে স্নাতক পাশ করে।
সাঈদা ইসলাম বলেন,২০২১ সালে ফেসবুক সূত্রে মার্কিন যুবক রাইয়ান কফম্যানের সাথে প্রথম পরিচয় হয়।তারপর আমরা নিজেদের ফোন নম্বর ও ফেসবুক আইডি বিনিময় করি।এরপর থেকে নিয়মিত যোগাযোগ হয়।
তিনি আরো বলেন,আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই।রাইয়ান বিয়ে করার জন্যে খ্রীষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহন করে।পরে ঊভয়ের পরিবারের সম্মতিতে রাইয়ান ২৯ মে বাংলাদেশে আসে।ঐ দিনই আমাদের সাথে প্রথম দেখা হয়।
ইসলামের রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠনিকতা সম্পন্ন হয়।বর্তমানে আমরা নানার বাড়ী গাজীপুরে আছি।
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :