[gtranslate]

খুলনায় দোকানের কর্মচারির ঝুলন্ত লাশ উদ্ধার


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৩, ২০২২, ৬:১৮ অপরাহ্ণ / ১৮৭
খুলনায় দোকানের কর্মচারির ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা মহানগরীর মুন্সিপাড়া এলাকা থেকে আল-আমিন (২২) নামের এক কাপড়ের দোকানের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ খবর পেয়ে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ২২ নং ওয়ার্ডের মুন্সিপাড়া প্রথম গলির ৩১ নং বাসা থেকে লাশটি উদ্ধার করে ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক আমরা ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “ একটি পুরাতন গামছা দ্বারা গলায় পেছানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি পাওয়া গেছে। তবে তার হাটু গেড়ে একটি সেলাই মেশিনের উপর ছিল। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সেলাই মেশিনের উপর হাটু গেড়ে থাকায় সন্দেহ হচ্ছে। এটি হত্যা না-কি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।  পুলিশ তদন্ত পূর্বক যথাযত ব্যবস্থা নিবে।