[gtranslate]

বেগম খালেদা জিয়ার দন্ড স্থগিতের মেয়াদ-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২২, ১২:২৯ পূর্বাহ্ণ / ২১১
বেগম খালেদা জিয়ার দন্ড স্থগিতের মেয়াদ-

বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়ার দন্ড স্হগিত করে মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে বুধবার(১৬ ই মার্চ)বিকেলে আইন মন্ত্রনালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।এ নিয়ে পন্চমবারের মত খালেদা জিয়ার সাজা স্হগিতের মেয়াদ বাড়ানো হয়েছ।

সর্বশেষ গত সেপ্টেম্বর তার দন্ডের কার্যকারিতা ছয় মাসের জন্যে স্হগিত রাখার রাখার সিদ্ধান্ত দেয় সরকার।সেই মেয়াদ শেষ হবে আগামী ২৪ শে মার্চ।

আগের দিন দুপুরে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান,খালেদা জিয়ার সাজা স্হগিতের মেয়াদ বাড়ানো আবেদনের মতামত স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানো হবে।এই আবেদনটি যাবে না প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবাদিকদের বলেন,খালেদা জিয়ার সাজা স্হগিতের মেয়াদ বাড়ানো আবেদন আমরা পেয়েছি।আইনি মতামত নেয়ার জন্যে তা আইন মন্ত্রানালয়ে পাঠানো হয়।এক্ষেত্রে সিদ্ধান্ত দিবে সরকারের সর্বোচ্চ পর্যায়।

বিএনপির সংস্লিষ্ট সূত্রে জানা যায়,গত সপ্তাহে বেগম খালেদা জিয়ার সাজা স্হগিতের মেয়াদ বাড়াতে আবেদন করেছে তার পরিবার।এবারও কিন্তু বিদেশে চিকিৎসার আবেদন করে।

ফাইল ছবি-