[gtranslate]

খাদ্যপণ্যের বৈশ্বিক দাম রেকর্ড সর্বোচ্চ গতিতে কমছে-এফএও


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ / ১৫৩
খাদ্যপণ্যের বৈশ্বিক দাম রেকর্ড সর্বোচ্চ গতিতে কমছে-এফএও

ছবি- সংগৃহীত

জুলাইয়ে বিশ্ববাজরে খাদ্য পন্যের দাম এক দশকের মধ্যে সর্বোচ্চ গতিতে কমেছে।অন্যতম শীর্ষ সরবরাহকারী দেশ ইউক্রেন কৃষ সাগর দিয়ে আবারও রপ্তানি চালুর ঊদ্যেগ নেয়ায় খাদ্যে শস্যে ও তৈল বীজের বৈশ্বিক সরবরাহ খাদ্য সংকট কমে আসার সম্ভাবন দেখা দিয়েছে।বিষয়টি দাম কমার মূল কারন বলে মনে করছে বিশ্লেষকরা।সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্হা(এফএও)এর এক প্রতিবেদনে ঊঠে এসেছে।

এফএও বিশ্লেষকরা বলেছে,যুদ্ধসহ নানান কারনে জ্বালানি তেল থেকে শুরু করে পরিবহন সবকিছুরই – দাম বেড়েছে অস্বভাবিক মাত্রায়।সাধারন মানুষ জীবন যাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।-এমন পরিস্হিতিতে খাদ্যে পন্যের দাম কমায় – জনজীবনে স্বস্তি ফিরেছে।এ নিয়ে টানা চার মাসের মত এফএওর খদ্যে পন্যের বৈশ্বিক মূল্য সূচক কমেছে।তবে মাসভিত্তিক দাম কমলেও গত বছরের তুলনায় দাম ঊর্ধ্ব মূখী রয়েছে।

এফএওর প্রধান অর্থনীতিবিধ -ম্যাক্সিমো টরেরো বলেন,রেকর্ড সর্বোচ্চ উচ্চতা থেকে খাদ্যে পন্যের দাম কমে য়াওয়ার এ খবর স্বস্হিদায়ক।তবে এখনো অনেক অনিশ্চয়তা রয়ে গিয়েছে।

বিডি টুডে নিঊজ

জাতিসংঘ          খাদ্যপণ্য

কমলো।               দাম