ছবি-সংগৃহীত
ক্ষতিকর গেইম পাবজি বন্ধ থাকবে।সব অনলাইন প্ল্যাটফরম থেকে পাবজি বন্ধের রায় প্রত্যাহার চেয়ে পাবজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আবেদন খারিজ করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতোর হাইকোর্ট বেন্জ এ আদেশ দেন।
এদিকে আদালতে পাবজির পক্ষে ছিলেন ব্যারিষ্টার সামির সাত্তার।পিটের পক্ষে ব্যারিষ্টার হুমায়ন কবির পল্লব।
গত বছর ২৪ শে জুন সব অনলাইন প্ল্যাটফরম থেকে অবিলম্বে পাবজি ,ফ্রি ফায়ারসহ এ ধরনের সব ক্ষতিকর গেইম বন্ধের নির্দেশ দেন।পরে ২৭ অক্টোবর হাইকোর্টর আরেকটি বেন্জ এ আবেদন খারিজ করেন।
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :