ছবি-সংগৃহীত
মুসলিম ও অমুসলিম ক্রিকেটারদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অক্ষুন্ন রাখার উদ্দেশ্যে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইফতার এর আয়োজন করেছিল ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড(ইসিবি)
গত বৃহস্প্রতিবার ক্রিকেট এর তীর্থ স্হান খ্যাত লর্ডসের এই আয়োজনে হাজির ছিলেন ইংল্যান্ড এর ওয়ান ডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানসহ সাবেক ও বর্তমান ক্রিকেটারেরা ।মুলত মুসলিম ক্রিকেটদার সাথে অমুসলিম ক্রিকেটদারের ভ্রার্তৃতবোধ সুদৃঢ় করতেই এই ইফতারের আয়োজন করা হয়।এর মধ্যে ক্রিকেট বিশ্বে এই আয়োজনটি বেশ প্রশংসা আদায় করে নিয়েছে।
অনুষ্ঠানটি ঊপস্হানা করেছে পাকিস্তানি বংশোদ্ভুত বৃটিশ কমোডিয়ান ,অভিনেতা ও লেখক আতিফ নওয়াজ।তাতে ঊচ্ছেসিত অধিনায়ক মরগ্যান টুইটারে লিখেছেন,লর্ডসে প্রথমবারের মত ইফতারের আয়োজন করায় সন্ধ্যাটি বেশ উপভোগ্য ছিল।রমাদান করিম।ইংল্যান্ডে ক্রিকেট বর্নবাদের অভিযোগ উঠছে অনেকদিন ধরে।ক্রিকেটার আজিম রফিকও এসেছে এই ইফতার অনুষ্ঠানে।তার সংগে তোলা একটি ছবি টুইট করে ক্রীড়া সাংবাদিক জজ ডোবেল লিখেছেন,লর্ডসের লং রুমে ইফতার এর আমন্ত্রণ পেয়ে নিজেকে খুব সম্মানিত লাগছে।
এর আগে ৭ এপ্রিল লর্ডসের নার্সারি প্যাভেলিয়নে ইফতার এর আয়োজন করেছিল এমসিসি।সেখানেও সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারদের মিলন মেলা বসছিল।
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :