[gtranslate]

ক্যামরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্টিক এমবোমার ইসলাম ধর্ম গ্রহন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ১৫, ২০২২, ৪:২৫ অপরাহ্ণ / ১৮৮
ক্যামরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্টিক এমবোমার ইসলাম ধর্ম গ্রহন-

ইসলাম ধর্ম গ্রহন করছেন কিংবদন্তী ফুটবলার প্যাট্টিক এমবোমার।ছবি-সংগৃহীত

শ্বাশত ধর্ম ইসলাম গ্রহন করলেন ক্যামরনের কিংবদন্তী ফুটবলার প্যাট্টিক এমবোমার(৫১)।

শুক্রবার জুমার নামাজের পর দেশটির বানিজ্যিক রাজধানী ডুয়ালার একটি মসজিদে ইসলাম গ্রহন করলেন প্যাট্টিক।তিনি কালিমায়ে শাহাদাত পড়ে ইসলামে দীক্ষিত হন।এসময় আরো কিছু মুসল্লী তার সাথে ঊপস্হিত ছিলেন।খবর আল জাজিরা-

ইসলাম ধর্ম গ্রহন করে তিনি নিজের নতুন নাম রাখেন আব্দুল  জলিল।ইসলাম গ্রহন করে তিনি অনেক গর্ববোধ করছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।