[gtranslate]

কোরআনের ভুল খুঁজতে গিয়ে ইসলাম গ্রহনে বাধ্য হন এই মার্কিন লেখিকা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২২, ৯:৩৯ পূর্বাহ্ণ / ৮০
কোরআনের ভুল খুঁজতে গিয়ে ইসলাম গ্রহনে বাধ্য হন এই মার্কিন লেখিকা-

ছবি- সংগৃহীত

ইঊরোপিয়ান বংশোভুত মার্কিন নারী ড্যানিয়েলে লোডুকো।ক্যাথলিক পরিবারে জন্মগ্রহন করলেও ধর্মের প্রতি ছিল তার তীব্র বিতৃষ্না।স্রষ্টা বিষয়ে কোন প্রশ্নই তার মনে জাগেনি।বই পড়ে সময় কাটানো তার অভ্যাস।অথচ সেই ইসলাম বিদেষী মানুষটি একদিন ইসলামি শিক্ষায় দীক্ষিত হয়ে ইসলামে প্রবেশ করেন।সেই ইসলাম গ্রহনের চমকপ্রদ কাহিনী শুনবো তার মূখ থেকেই-

ড্যানিয়েল লোডুকো বলেন,ধর্মের প্রতি যেহেতু আমার বিতৃষ্না ছিল তাই আমি কোনদিন খৃস্টানও হতে চাইনি।কেঊ যদি আমাকে কয়েকগুলি ডলার দিয়েও কোন ধর্ম গ্রহন করতে বলতো ,আমি সরাসরি অস্বিকার করতাম।

আমার প্রিয় লেখক ছিলেন বার্ডন্ড রাসেল।তার মতে ধর্ম হলো কুসংস্কারের চেয়ে একটু ভাল।সাধারণভাবে লোকজনের জন্যে ক্ষতিকর।যদিও এর ইতিবাচক কিছু বিষয় আছে।তিনি বিশ্বাস করতেন ধর্ম ও ধর্মীয় দৃষ্টিভংগী জ্ঞানের পথ বন্ধ করে দেয়,ভীতি আর নির্ভরতা বাড়িয়ে দেয়।তাছাড়া আমাদের বিশ্বের যুদ্ধ,নির্যাতন আর দুর্দশার জন্যে অনেকাংশে দায়ী ধর্ম।

আমার মনে হয় ধর্ম ছাড়াইতো ভালো আছি।আমি প্রমান করতে চাইতাম ধর্ম আসলে একটা জোচ্চুরি।ধর্মকে হেয় করার আমি পরিকল্পিত কাজ করার কথা ভাবতাম।হ্যাঁ সেই আমি এখন মুসলিম।