সুস্হতা ও মাগফেরাতঃ-রহমানিয়া মাদ্রাাসা হেফজখানা এবং এতিমখানায় কুরানুল মজিদ বিতরন ও দোআ মাহফিল –
মাহাবুবুল আলম মুন্না-কুরানুল মজিদ হস্তান্তর করেন-
- জিলানী রহমানিয়া তালিমুল কোরান মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায় ,ষোলশহর,চট্টগ্রাম এ কুরানুল মজিদ বিতরন করা হয়।অত্র মাদ্রাসার পরিচালক মৌলানা ইসমাইল ও সিনিয়র শিক্ষক মৌলানা নুর মোহম্মদ এর নিকট কুরানুল মজিদ গুলো হস্তান্তর করেন।এতে বিশিষ্ট ব্যাংকার জসিম ঊদ্দিন উপস্হিত ছিলেন।
- আজ বুধবার(৩ জুলাই) বিডি টুডে নিঊজ এর নিরাহী সম্পাদক মাহাবুবুল আলম মুন্নার ঊপস্হিতে দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
- ফৌজুল আজিম এর সুস্থতা ও আহমদুর রহমান (রাহুমুল্লাহ) ও সকিনা বেগম(রাহুমুল্লাহ)এর আত্মার মাগফেরাত কামনায় দোআ করা হয়।
- বর্তমানে ফৌজুল আজিম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্হায় আছে।তার বড় মেয়ে ফারজানা আজিম ,ছেলে ফয়সাল আজিম এবং ছোট মেয়ে ফারহানা আজিম তাদের বাবার সুস্হতা কামনায় সবার নিকট দোআ চেয়েছেন।খবর বিডি টুডে নিঊজ।
আপনার মতামত লিখুন :