মহান আল্লাহ বলেন,”প্রত্যেক জাতির জন্যে আমি কুরবানীর নিয়ম করে দিয়েছি।যাতে তারা আল্লাহর নাম স্মরন করতে পারে।যে সমস্হ জন্তু তিনি রিযিক হিসেবে দিয়েছেন তার ঊপর।তোমাদের ইলাহ তো এক ইলাহ।অতএব তারই নিকট আত্মসমর্পন কর।আর অনুগতদেরকে সংবাদ দাও।”(সূরা হজ্জ-২২ঃ৩৪)
আয়েশা রাঃ বলেন,রাসূল সাঃ বলেছেন,কুরবানীর দিনে কোন মানব সন্তানের নেক কাজই আল্লাহর নিকট তত প্রিয় নয়,যত প্রিয় রক্ত প্রবাহিত করা।( অর্থাৎ কুরবানী করা)কুরবানীর জন্তুগুলো তাদের শিং ,পশম ও ক্ষুরসহ কিয়ামতের দিন (কুরবানী দাতার পাল্লায়)এনে দেয়া হবে।কুরবানীর পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর নিকট সম্মানিত স্হানে পৌছে যায়।সুতরাং তোমরা আনন্দ চিত্তে কুরবানী করবে।(তিরমিযী-৪/১৪৮৩)
বিডি টুডে নিঊজ
একটি অনলাইন ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :