ছবি-সংগৃহীত
অস্টেলিয়ার ইতিহাসে প্রথম বারের মত মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দুইজন মুসলিমকে।প্রথম মুসলিম পুরুষ হিসেবে এ্যাড হাসিক দেশটির শিল্প ও বিজ্ঞান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।অপর দিকে প্রথম মুসলিম নারী হিসেবে এ্যান এ্যালি প্রাক শৈশব শিক্ষা এবং যুব বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত বুধবার পবিত্র কুরান হাতে শপথ গ্রহন করেন এই দুই মন্ত্রী।গভর্নর জেনারেল ডেভিড হার্লী তাদের শপথ বাক্য পাঠ করান।অনুষ্ঠানের সময় তাদের ঊভয়ের হাতে ছিল পবিত্র কুরআন।
প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ জানায়,অস্টেলিয়ার মন্ত্রীসভায় এবার সর্বোচ্চ সংখ্যক ১৩ জন নারী মন্ত্রী রয়েছেন।
সূত্র-এসবিএস নিঊজ
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :