[gtranslate]

কুরআনই একমাত্র আল্লাহর কিতাব,তাই ইসলাম গ্রহন করে আমি গর্বিত-অভিনেত্রী দিপিকা


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ২২, ২০২২, ৬:১৭ অপরাহ্ণ / ১৪৬
কুরআনই একমাত্র আল্লাহর কিতাব,তাই ইসলাম গ্রহন করে আমি গর্বিত-অভিনেত্রী দিপিকা

ইসলাম গ্রহন করে করে আমি গর্বিত।ছবি- সংগৃহীত

ভারতীয় টিভি অভিনেত্রী নওমুলিম দিপিকা কাঁকর বলেছেন,ইসলাম গ্রহন করে আমি গর্বিত।সম্প্রতি একটি সাক্ষাতকারে ইসলাম গ্রহনকারী দিপিকা এ কথা বলেন।আমি মুসলিম হয়েছি এটাই আমার জন্যে গর্বের।

শুক্রবার জি নিঊজ জানায়,ইসলামী শিক্ষা ও শিষ্টচারে অভিভূত হয়ে দিপিকা কাঁকর ইসলামে প্রবেশ করেন।এখন তার নাম দিপিকা কাঁকর নয়।তিনি নিজের নতুন নাম দিয়েছেন “ফাইজা।

ফাইজা বলেন,কারো প্ররোচনায় নয়,ইসলাম গ্রহনের সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি।আমার পরিবার আমাকে সহায়তা করেছে।নতুন জীবন আমি ঊপভোগ করছি।ইসলাম নিয়ে পড়াশুনা করার পর তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন।ইসলাম গ্রহনের পর তিনি উগ্রবাদী হিন্দুদের রোষানলে পড়েন।

সূত্র- জি নিঊজ

বিডি টুডে নিঊজ