পূর্ব এশিয়ার দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে।দেশটিতে রাশিয়ার হামলার জোরালো আশংকার মাঝে খোদ রাজধানীতে বিস্ফোরণ।
বৃহস্প্রতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছন বৃটিশ গনমাধ্যম(বিবিসি)
বিবিসি সংবাদদাতা পল এডামস রাজধানী কিয়েভে অবস্হান করছে॥এবং জানিয়েছেন,অল্প কিছু ক্ষন আগে কিয়েভে বেশকিছু গোলা বিস্ফোরিত হয়েছে।মার্কিন সংবাদ মাধ্যম সিএন এন অনুষ্ঠানেও বিস্ফোরনের শব্দ শুনতে পাওয়া গেছে।
বিবিসি সংবাদদাতা নিশ্চিত করেছে ,কিয়েভের পাশাপাশি দোনেতস্ক এবং ক্রামাতোস্ক শহরেও গোলা বারুদের বিকট শব্দ শুনা যাচ্ছে।এছাড়াও ইউক্রেনের অনেক গুরুত্বপুর্ন শহরে বিস্ফোরনের শব্দ যাচ্ছে বলে সোস্যল মিডিয়াতে খবর প্রকাশিত হয়।
আপনার মতামত লিখুন :