কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা গুরুত্বর অসুস্হ।মস্তিকের রক্ত ক্ষরণের কারনে তার অবস্হা বেশ নাজুক ।আনোয়ারার মেয়ে মুক্তি এ তথ্য নিশ্চিত করেছে।তিনি বলেন,আমার মা এর অবস্হা ভাল না।কয়েকদিন ধরে কাউকে চিনতেছে না।চোখে ঝাপসা দেখছেন।
মুক্তি বলেন,কয়েকদিন আগে আমার মা এর ব্রেন স্ট্রোক হয়।এরপর সমস্যা শুরু হলে,মা আমাকেও চিনতে পারে না।তবে আল্লাহর রহমতে এখন অবস্হার সামান্য ঊন্নতি হয়েছে।চিকিৎসা চলছে বাসায় ডাক্তার এর পরামর্শে।চিকিৎসকরা জানিয়েছেন,কয়েকদিনের মধ্যে অবস্হার ঊন্নতি হবে।
গত ১১ ই মার্চ হঠাৎ মাথায় অসুস্হতা অনুভব করলে আনোয়ারাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।দশ দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেন।
এদিকে চলচিত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ আনোয়ারাকে রাষ্ট্র আজীবন সম্মনা দিচ্ছে।তবে শারীরিক অসুস্হতার কারনে তিনি স্বশরীরে হাজির হয়ে পুরুস্কারটি নিতে পারছেন না,বলে জানিয়েছেন মেয়ে মুক্তি।
ফাইল ছবি-
আপনার মতামত লিখুন :