ছবি-সংগৃহীত
একটি চিত্র প্রদর্শনীতে যোগ দিতে প্যারিসে যাওয়ার পথে দিল্লীর বিমানবন্দরে বাঁধা দেওয়া হয়েছে কাশ্মিরের পুলিৎজারজয়ী নারী সংবাদিক সানা ইরশাদকে।তবে কেন তার ঊপর নিষেধাজ্ঞা সে বিষয়ে কিছু জানানো হয়নি।
শনিবার দিল্লীর বিমানবন্দরে তাকে বাঁধা দেওয়া হয় বলে জানিয়েছেন ,আনন্দবাজার পত্রিকা।
এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয় শুধু জানিয়েছে,সানা ইরশাদ বিদেশে যেতে পারবে না।
বাতিল হওয়া বোডিং পাসের ছবি টুইটারে পোষ্ট করে দিয়ে সানা ইরশাদ লিখেছেন,একটি বই প্রকাশ ও চিত্র প্রদর্শনীতে যোগ দিতে শনিবার দিল্লী থেকে প্যারিসে যাচ্ছিলাম।২০২০ সালে এরিজ গ্র্যান্ড পুরুস্কারে যে ১০ জন জিতেছিলেন,তার মধ্যে আমিও ছিলাম।ফরাসি ভিসা থাকা সত্তেও আমাকে দিল্লী বিমান বন্দরে আটকে দেয়া হয়েছে।কোন কারন জানানো হয়নি।শুধু বলা হয়েছে আমি বিদেশে যেতে পারব না।
এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে জার্মানী যাওয়ার পথে দিল্লী বিমান বন্দরে আটকানো হয় কাশ্মীরি সাংবাদিক গওহর গিলানীকে।গত বছর আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সময় সাংবাদিক অধ্যাপক জাহিদ রাফিকেও আটকানো হয়।
২৮ বছর বয়সী সানা ইরশাদ একটি আন্তর্জাতিক সংবাদ সংস্হার চিত্র সাংবাদিক।ভারতের কোভিটের দ্বিতীয় ঢেঊয়ের ছবি তুলে তিনি পুলিৎজার পুরুস্কার পান।তিনি মনে করেন,তার নিষেধাজ্ঞার বিষয়টি ভারত সরকারের প্রতিহিংসার একটা বহিঃপ্রকাশ।মুসলিম সাংবাদিকদের নিষেধাজ্ঞার বিষয়টি এর আগেও অনেক ঘটেছে।
সূত্র-আনন্দবাজার পত্রিকা
বিডি টুডে নিঊজ
একটি ইসলামিক অনলাইন পত্রিকা
আপনার মতামত লিখুন :