[gtranslate]

কাশ্মীরি নারী তাফহিম শরীফের ইংল্যান্ড জয়-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ২৮, ২০২২, ১১:৪৬ অপরাহ্ণ / ১৭২
কাশ্মীরি নারী তাফহিম শরীফের ইংল্যান্ড জয়-

ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের টেমসাইড শহরের প্রথম মুসলিম নারী ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানী বংশোদ্ভূত  তাফহিম  শরীফ।

এক্সপ্রেস নিঊজ জানায়,তাফহিম  শরীফ নিবার পার্টি থেকে মেয়র নির্বাচ্ত হলেন।১৯১২ সালে তিনি সবচেয়ে কম বয়সী তরুন কাউন্সিলর হওয়ার গৌরব অর্জন করেন।

শিক্ষাজীবন থেকে তাহফিম শরীফ রাজনীতির সাথে জড়িত।যার কারনে তিনি কম বয়সে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

তাহফিম শরীফের আদি নিবাস পাকিস্তানের কাশ্মিরে।মেয়র নির্বাচক হওয়ার পর তার মাতৃভূমি নিয়ে কথা বলেছেন।তার মতে কাশ্মির সংকট মানব সহানুভূতির সাথে সম্পৃক্ত এবং এই সংকট দ্রুত সমাধান দরকার।

তিনি আরো বলেন,কাশ্মির ইস্যু ঊপেক্ষা করার মত বিষয় নয়।কাশ্মির মুসলিমরা তাদের ন্যায্য অধিকার থেকে বন্চিত।তারা আজ দূর্বিহসহ নির্যাতনের শিকার।তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে এবং সমস্যা সমাধানে আমাদের সবার ভূমিকা রাখতে হবে।আমি প্রতিটি ফোরামে কাশ্মির ইস্যুতে কথা বলব,ইনশাআল্লাহ।

সূত্র- এক্সপ্রেস নিঊজ