ছবি- সংগৃহীত
জম্মু কাশ্মীর সরকার সিদ্ধান্ত নিয়েছে,আবদুল্লাহর পরিবর্তে ঐ পদকে থাকবে জাতীয় প্রতীক।শেখ আবদুল্লাহ ছবি আর খোদিত থাকবে না ভারত শাসিত জম্মু কাশ্মিরের পুলিশ মেডেলে।সাধারন জনগন মনে করেন,এটা ভারত সরকারের মুসলিম বিদ্ধেষী মনোভাবের বহিঃপ্রকাশ।শের ই কাশ্মির পদকের পরিবর্তে এখন থেকে ঐ পদকের নাম হবে জম্মু কাশ্মির পুলিশ পদক।রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রনালয় এই নির্দেশনা জারি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনায় বলা হয়েছে,একদিকে শের ই কাশ্মির শেখ মোহাম্মদ আবদুল্লাহর যে খোদিত ছবি ছিল,পুলিশ পদকে সেখানে এবার ভারতীয় জাতীয় প্রতীক- অশোক স্তম্ভ- বসবে।
সূত্র-আনন্দবাজার পত্রিকা
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :