[gtranslate]

কান ফেষ্টিভ্যাল এ অভিনেত্রী দিপীকার গলায় “ফি আমানিল্লাহ”হার-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ২২, ২০২২, ১০:৩০ পূর্বাহ্ণ / ২২৮
কান ফেষ্টিভ্যাল এ অভিনেত্রী দিপীকার গলায় “ফি আমানিল্লাহ”হার-

পাথরে স্পষ্ট আরবি অক্ষরে লিখা”ফি আমানিল্লাহ”- সংগৃহীত

চলছে কান চলচ্চিত্র অনুষ্ঠান।পৃথিবীর অন্যতম প্রাচীন ও প্রভাব শালী এ চলচ্চিত্র ঊৎসবে লালা গালিচায় হাঁটছেন বিশ্বের নামীদামী তারকারা।এবারের ঊৎসবে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও।এবার তিনি আলোচনায় আসছেন অন্য কারনে।তিনি গলায় একটি সুন্দর হার পরেছেন।সেই হারে স্পষ্ট করে লিখা আছে,ফি আমানিল্লাহ” যার  বাংলা অর্থ আল্লাহর নিরাপত্তায়(সোপার্দ করলাম)

সূত্র-ডন নিঊজ

বিডি টুডে নিঊজ