[gtranslate]

কানাডা থেকে দেশের এক অনুষ্ঠানে এসে আটক হলো অর্থ আত্নসাৎ কারিনী দুই বোন-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২২, ১১:৩৪ অপরাহ্ণ / ২০১
কানাডা থেকে দেশের এক অনুষ্ঠানে এসে আটক হলো অর্থ আত্নসাৎ কারিনী দুই বোন-

ছবি- সংগৃহীত

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসে সূদুর কানাডা থেকে দেশে এসে রযাবের জালে আটকা পড়েছে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ নামের দুই বোন।

পিপলস লিজিং এন্ড ফিন্যান্স কোম্পানীর পরিচালক খবীর ঊদ্দিনের মাধ্যমে এই দুইজন ঋনের নামে টাকা আত্নসাৎ করেছে ৬৪ কোটি টাকা।তাদের বাবা খবীর ঊদ্দিন সর্বমোট ২০০ কোটি টাকা আত্নসাৎ করে কানাডায় পাচার করে।পৃথিবীর কয়েকটি দেশের মধ্যে দূর্নীতিবাজদের পছন্দের  একটি দেশ কানাডা,যেখানে তারা নিরাপদে আশ্রয় নেন।দূর্নীতিবাজদের তীর্থ স্হান কানাডার “বেগম পাড়া”।এই নামে আসলে কোন পাড়া না থাকলেও বাংলাদেশীরা যেখানে তাদের আস্তানা গড়ে তুলেছে “সেটাই বেগম পাড়া নামে খ্যাত।অর্থ্যাৎ মিসেসদের দখলে থাকে বলে এসব জায়গাকে বাঙ্গালীরা বেগম পাড়া বলে।মিসেসদের স্বর্গরাজ্য এখন “বেগম পাড়া”।তাদের স্ত্রীরা বেগম পাড়ায় বিলাস জীবন যাপন করে।রাত-দিন চলে খরচের প্রতিযোগিতা,খাদ্যেৎসব,আর রঙ্গিন জলসার আসর।

তারা  গত ২৮ জুলাই  দেশে আসেন।বুধবার ভোরে রাজধানীর ধানমন্ডি ও শ্যামলী এলাকা থেকে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদকে আটক করে RAB।তারা আজ (২৫ আগষ্ট) গোপনে দেশ ত্যাগের পরিকল্পনা করছে।