ইউমনা মোহাম্মদ নাসের।ছবি- সংগৃহীত
কানাডার পুলিশ একটি স্কুল প্রতিযোগীতায় বিজয়ী একজন মুসলিম ছাত্রীকে সম্মানিত করেছে।কানাডার ইতিহাসে এটি একটি বিরল ঘটনাও বটে।
ইউমনা মোহাম্মদ নাসের নামের ১১ বছরের এক স্কুল ছাত্রী প্রথম স্হান অধিকারের পর তাকে সম্মান জানাতে তার বাড়ীতে যায় দেশটির পুলিশ।
কানাডার পুলিশ তার প্রথম স্হান জয়ের পর তাকে সম্মান জানাতে তার বাসায় গিয়ে দেখা করে।হ্যামিটন পুলিশের অপরাধ প্রতিরোধ শাখা থেকে তাকে একটি প্রশংসাপত্র প্রদান করা হয়।
প্রশংসাপত্রে বলা হয়েছে যে,হ্যামিলটন ইসলামিক স্কুলে ২০২১ সালে দেয়ালে লেখার বিরুদ্ধে এক অংক। প্রতিযোগীতায় অংশ নিয়ে প্রথম স্হান অর্জন করেছে ইউমনা মোহাম্মদ নাসের।
তার সাথে দেখা করার সময় পুলিশ তার আঁকা চিত্রটি সাথে নিয়ে যায় এবং বলে এটি তোমার অংকন করা ছবি।তুমি এটা তোমার সাথে রাখতে পারো।
ইউমনা মোহাম্মদ নাসের পুলিসকে ধন্যবাদ জানিয়ে বলেন,তিনি আশা করেনি যে,তার আকা চিত্র এমন গ্রহনযোগ্যতা পাবে।
সূত্র- আল জাজিরা
বিডি টুডে নিঊজ
আপনার মতামত লিখুন :