[gtranslate]

কানাডার টরেন্টো রুটে টিকেট বিক্রি মুহূর্তের মধ্যে ঊধাও,টিকেট “সাধারন যাত্রীদের জন্যে নয়- বিমান কর্তৃপক্ষ


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২০, ২০২২, ১২:২৫ পূর্বাহ্ণ / ৭৮
কানাডার টরেন্টো রুটে টিকেট বিক্রি মুহূর্তের মধ্যে ঊধাও,টিকেট “সাধারন যাত্রীদের জন্যে নয়- বিমান কর্তৃপক্ষ

বিমান বাংলাদেশ এয়ার লাইনস আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে  ঢাকা-টরেন্টো রুটে ফ্লাইট পরীক্ষামূলক বানিজ্যিভাবে চালু করেছে।শনিবার(১৯ শে মার্চ)বিকাল ৫ টা ৩১ মিনিট থেকে কানাডার টরেন্টো রুটে টিকেট বিক্রয়ের জন্যে ঊম্মুক্ত করা হয়।যাত্রীরা বানিজ্যিক ওয়েবসাইড থেকে টিকেট ক্রয় করতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়,টিকেট বিক্রি শুরুর ১৫ মিনিটের মাথায় শেষ।বিমানের সেল্স সেন্টার থেকে জানানো হয়,বিমানের এসব টিকেট”সাধারন যাত্রীদের জন্যে নয়”।

বিমান কর্তৃপক্ষ জানায়,বিমানের যে কোন কল সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সী থেকে এই টিকেট ক্রয় করা যাবে।যারা কানাডা থেকে বাংলাদেশে আসতে চাই তারাও বিমানের ওয়েবসাইড এবং অনুমোদিত ট্রাভেলস এজেন্সীর মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবে॥আগামী ২৬ শে মার্চ স্হানীয় সময় রাত ১১ টায় ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিজি ৩০৫ ফ্লাইট কানাডার  টরেন্টোর পিয়ারসন বিমান বন্দরের ঊদ্দেশ্যে যাত্রা শুরু করবে।ফিরতি ফ্লাইট ২৯ শে মার্চ।অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিনলাইনার এর মাধ্যমে টরেন্টোর ফ্লাইট পরিচালিত হবে।

ফাইল ছবি-