[gtranslate]

কাতার বিশ্বকাপে প্রধান চিকিৎসক চট্টগ্রামের আয়েশা-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ২৯, ২০২২, ১০:৩২ পূর্বাহ্ণ / ১৪৭
কাতার বিশ্বকাপে প্রধান চিকিৎসক চট্টগ্রামের আয়েশা-

ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে প্রধান চিকিৎসক হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশী নারী চিকিৎসক ডাঃ আয়শা পারভীন।

সপ্তম ভেন্যু “স্টেডিয়াম ৯৭৪”এ খেলা চলাকালীন প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের এই নারী চিকিৎসক।

এর আগে বাংলাদেশী এই চিকিৎসক এ ভেন্যুতে ২০২১ সালের শেষের দিকে অনুষ্ঠিত আরবলীগে “ফিল্ড এন্ড ফিজিশিয়ান” হিসেবে দায়িত্ব পালন করেন।তার এমন সাফল্যে খুশি পরিবার পরিজন ,আত্নীয় স্বজন ও বাংলাদেশী কমিঊনিটি।

কাতারে নিযুক্ত বাংলাদেশী  রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম ঊদ্দিন গনমাধ্যমকে জানান,চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশী চিকিৎসকরা যে অবদান রাখছে তা অবশ্যই প্রশংসনীয়।

“স্টেডিয়াম ৯৭৪ “ভেন্যুটির অবস্হান দোহা পোর্টের খুব নিকটে।মজার ব্যাপার হচ্ছে,৯৭৪ হলো,কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড।

বিডি টুডে নিঊজ