[gtranslate]

কর্মফুলি টানেল ঊদ্বোধন এই বছরেই-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ২৩, ২০২২, ৯:৩৬ পূর্বাহ্ণ / ১৮৬
কর্মফুলি টানেল ঊদ্বোধন এই বছরেই-

ছবি- সংগৃহীত

এই বছরেই(২০২২ সাল)মেট্রোরেল ও কর্নফুলি নদীর তলদেশে টানেল ঊদ্বোধন করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।বুধবার নিজ কার্যালয়ে সংবাবাদ সম্মেলনে এসব কথা জানান।

এসময় তিনি দেশের সার্বিক বন্যাপরিস্তিতি,পদ্মা সেতুর ঊদ্বোধন ও সীতাকুন্ডের বিএম ডিপোর অগ্নিকান্ডের ঘটনার কথা ঊল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন,আওয়ামিলীগ সরকার জনগনের সরকার ।সাধারন মানুষের ভাগ্যেন্নয়নই আমাদের লক্ষ্যেই।