[gtranslate]

কর্মজীবি মহিলারা স্বামীর সম্পদের অর্ধেক মালিকানা- শায়খ ও গ্র্যান্ড মুফতি ড:আহমাদ আত তাইয়েব


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২২, ৬:১৬ অপরাহ্ণ / ৭১
কর্মজীবি মহিলারা স্বামীর সম্পদের অর্ধেক মালিকানা- শায়খ ও গ্র্যান্ড মুফতি ড:আহমাদ আত তাইয়েব

বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ মিশরের আল আজহার বিদ্যালয়ের প্রধান শায়খ ও গ্র্যান্ড ইমাম ড:আহমাদ আত তাইয়েব বলেন,যে স্ত্রী স্বামীর সংসারের ঊন্নতিতে উপার্জন করে তার অধিকার নিশ্চিতে স্বামীর সম্পদের অর্ধেক মালিকানা থাকবে বলে এক নতুন ফতোয়া জারি করে।

সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ড:আহমাদ আত তাইয়েব বলেন,আধুনিক সমাজ ব্যবস্হার আলোকে জীবন যাপনে বর্তমানে অনেক স্ত্রী সংসার পরিচালনায় স্বামীদের সহযোগীতা করতে শ্রমবাজারে অংশ নিচ্ছে।বিবাহিত জীবন শুধু অধিকার এবং দায়িত্ব আদায়ের ঊপর নির্ভরশীল নয়॥বরং তা বন্ধুত্ব এবং ভালবাসা এমন মনোভাবের ঊপর ভিত্তি করে দাম্পত্য জীবন গড়ে ঊঠে,স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে সমর্থন করে,আর এর মাধ্যমে একটি সূখী পরিবার গড় ওঠে।সংসারে কার কি ভূমিকা-মিশরি আলেম শায়খ ওসামা কাবিল বলেন,সংসারের দায়িত্ব স্বামীর ঊপর।তিনি স্ত্রীর খরচাদি বহন করবেন।আর স্ত্রী যদি স্বামীর ঘর গোছানো ও সন্তান লালন পালনে অংশিদার হন,এজন্যে তারও যথা সাধ্য স্বামীকে সাহায্য সহযোগীতা করা উচিত।তিনি বলেন,এফতেখার স্বামী স্ত্রীর মাঝে বিভাজন নয়,প্রত্যেকেরই অধিকার নিশ্চিতই ঊদ্দেশ্য।কারন ইসলাম সবার অধিকার এর প্রতি খেয়াল রাাখে।

সূত্র- আল আরাবিয়া-