ফাইল ছবি-
ভারতে ফের শুরু হয়েছে হিজাব চুলকানি।মাথা চড়া দিয়ে ঊঠেছে হিজাব বিরোধীদের অহেতুক কর্মকান্ড।হিন্দুত্ত্ববাদীদের কর্মকান্ড দেখে মনে হয়,হিজাব তাদের বাপ দাদার সম্পত্তি।যার কারনে মুসলিমদের হিজাব পড়তে দেয়া হবে না।নগ্নতায় তাদের নিকট আধুনিকতা।হিজাব পরে বিশ্ববিদ্যালয় চত্বরে যাওয়া শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দিল।ভিডিওটি ভাইরাল হয়।
আদালতের নির্দেশ ও সরকারি নিয়ম মেনে দুই দিন আগেই ম্যাংগালোর বিশ্ববিদ্যালয় নির্দেশিকা জারি করে জানায়ে দিয়েছে,বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে সবাইকে পোষাক বিধি মানতে হবে।অর্থাৎ হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাবে না।
সরকারি নির্দেশ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে।অভিযোগ ঊঠেছে পোষাক বিধির আড়ালে মুসলিম মেয়েদের শিক্ষার অধিকার থেকে বন্চিত করা হচ্ছে।আইন কি তাহলে মুসলিমদের হিজাব পরিধান করার ক্ষেত্রে?তাহলে কি ভারতে ধর্মীয় স্বাধীনতা বিপন্ন?পর্দা ছাড়া বিশ্ববিদ্যালয়ে টুকতে পারলে পর্দা পরে কেন টুকতে পারবে না?এটাই সরকারের নিকট শিক্ষার্থীদের প্রশ্ন।আদালতের আদেশে মুসলিম শিক্ষার্থীরা দারুনভাবে ক্ষুদ্ধ।
সূত্র-সংবাদ প্রতিদিন
বিডিটুডে নিঊজ
আপনার মতামত লিখুন :