[gtranslate]

কন্যা শিশুকে বলতে মানা যে কথা গুলো-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মার্চ ২, ২০২২, ১২:১৮ অপরাহ্ণ / ২৮২
কন্যা শিশুকে বলতে মানা যে কথা গুলো-

একটি মেয়ে বড় হয় অনেক স্বপ্ন চোখে নিয়ে।কখনো কখনো তা বাস্তবে রুপ নেয় আবার কখনো তা হারিয়ে যায় নিমেষে।তবে পরিবারের একটুখানি সহযোীতাই পারে একটি মেয়েকে অনেকখানিই স্বাবলম্বী করতে এবং মনের জোরকে বৃদ্ধি করতে।

একটি মেয়েকে প্রায় সময় নানান ধরনের সমস্যায় পড়তে হয়।তাই পরিবার থেকে তাকে সামনে এগিয়ে যেতে বলা উচিত।সাধারণত এমন কিছু কথা সমাজে প্রচলিত আছে যা কোন অবস্হায় কন্যা সন্বতানকে লা উচিত নয়।

তুমি খুব ছোট-
কিছু কিছু কাজ মেয়ে সন্তান ছেলে সন্তানের চেয়ে ভাল করতে পারে।তাছাড়া তাকে অনেক কাজে ঊৎসাহিত করা হয় না মেয়ে সন্তান বলে।মানুষ চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে সফলতার মূখ দেখে।তাই কনাা সন্তানকে ছোট থেকে ঊৎসাহ দেয়া উচিত।তাকে ছোট বলে তার নিজের নিকট অবহেলিত করবেন না।

কম আশা করা-
মানুষ ছোট হলেও তার স্বপ্ন হওয়া উচিত অনেক বড়।কারন আপনি বড় স্বপ্ন দেখলেই কেবল বড় হতে পারবেন।তাই কন্যা সন্তানকে সাহায্য করুন ঊৎসাহিত করুন বড় স্বপ্ন দেখতে।

এ কাজটি ছেলেদের-
ছেলেদের কাজ বলতে কিছুই নাই।কাজ করতে লাগে মেধা।তাই ছোট থেকে কোন কাজ করতে ইচ্ছে পোষন করলে,তাকে বাঁধা দিবেন না।কননা সে স্বপ্ন দেখার আগে অন্য কিছু ভাবতে শুরু করবে।
ব্যর্থ সময় নষ্ট-
আমরা প্রায়ই বলি,এ কাজটি করে তুমি ব্যর্থ সময় নষ্ট করো না।সব কাজে যে একজন মানুষ লাভবান তা না।যেকোন কাজ থেকে শেখার অনেক কিছু আছে। তাই তাকে ঊৎসাহ দিন।

এ কাজের যোগ্য না-

কোন কাজে কে পারদর্শি হয়ে উঠতে পারে,তা কেউ বলতে পারে না।
তাই যদি আপনার কন্যা সন্তানটি কাজে পারদর্শি হয়,তবে তাকে অনুপ্রানিত করুন।ছোট বলে তাকে থামিয়ে দিবেন না।

তুলনা করা থেকে বিরত থাকুন-
আমরা কোন না কোন কাজে সন্তানদের অন্যের সাথে তুলনা করি।যা মোটে কাম্য নয়।কেননা এতে করে সন্তানরা হীনমন্যতায় ভোগে।