দেশের শিল্পান্চল গুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরিবিচ্চন্ন করার লক্ষ্যে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করে সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারন করেছে সরকার ।
গতকাল বৃহস্প্রতিবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্ম সংস্হান মন্ত্রনালয়ের অধীনে কলকারখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে সারাদেশের শিল্প প্রতিষ্ঠানর জন্যে জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য্য করা বলে প্রজ্ঞাপনে ঊল্লেখ করা হয়।এই বিষয়ে শিল্প মালিকদের সাথে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।
শুক্রবার বন্ধ থাকবে ,কালুরঘাট,মুরাদপুর ,ষোলশহর ,অক্সিজেন,নাসিরাবাদ,মোহরা,হাটহাজারী,কর্নফুলি,পিরেরচর(বেজা) ও আবুরহাট এলাকার শিল্প অন্চল গুলো।
শনিবার বন্ধ থাকবে-মিরারশ্বরাই বিএসআরএম ফ্যাক্টরি,আনোয়ারা শিল্পান্চল,সীতাকুন্ড সদর।
রবিবার বন্ধ থাকবে-ফৌজদারহাট,বার আঊলিয়া,বাড়বকুন্ড,কুমিরা,লোহাগাড়া,নিজামপুর ও মঘানিয়া।সোমবার বন্ধ থাকবে-মীর সরাইয়ের কে এস ফ্যাক্টরি,বাশাখালীর জোড়ালগন্জ এলাকা ও করেরহাট।
চলমান-
আপনার মতামত লিখুন :