আমদানী খনপত্র(এলসি)নগদ মার্জিন হার ন্যুনতম ২৫% শতাংশ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।তবে শিশুখাদ্য,জ্বালানীসহ সকল অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য,জীবনরক্ষাকারী ঔষধ,স্হানীয় ও রপ্তানীমূখী শিল্প এবং কৃষিখাত সংশ্লিষ্ট আমদানী ঋণপত্রের বাইরে থাকবে।
সোমবার(১১ই এপ্রিল ২০২২)বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিংসহ প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্তে একটি সার্কুলার(বিপিআরডি সার্কুলার সেটার নং-১০)জারি করে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্হাপনা পরিচালকদের নিকট পাঠানো হয়েছে।
বিডি টুডে নিঊজ-
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :