চলতি বছর ফিতরার হার নির্ধারণ করা হয়েছে জন প্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা আর সর্বনিম্ন ৭৫ টাকা।শনিবার জাতীয় ফিতরা নির্ধারন কমিটির সভায় এই সিদ্ধান্তে নেয়া হয়।জাতীয় ফিতরা নির্ধারন কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন এতে সভাপতিত্ত্ব করেন।ফিতরা নির্ধারন কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা এ সময় উপস্হিত ছিলেন।
দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত গম,আটা,যব,কিসমিস,খেজুর ও পনিরের বাজার মূল্য ধরে এই ফিতরা নির্ধারন করা হয়েছ।
লিড নিজ সামর্থ্য অনুযায়ী মুসলমানরা এসব পন্যের যেকোন একটির বাজার মূল্য দিয়ে সাদকাতুল ফিতরা আদায় করতে পারবে।মুসলমান নারী পুরুষ ঊভয়ের ক্ষেত্রে ফিতরা আদায় করা ওয়জিব।ঈদের নামাজের আগের ফিতরা আদায় করতে হবে।গত বছর সর্বোনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা।
বিডি টুডে নিঊজ ডেস্ক
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :