২০২২ কাতার বিশ্বকাপের জন্যে অফিশিয়াল বলের উম্মোচন হলো বুধবার।তার নাম রাখা হয়েছে আল”রিহলা”।বাংলায় যার অর্থ ভ্রমন।প্রস্তুতকারী সংস্হার দাবী,এটিএখন পর্যন্ত বিশ্বকাপে ব্যবহ্নত সেরা বল।
এই নিয়ে ফিফার সরকারি ক্রীড়া সরন্জাম প্রস্তুতকারী সংস্হা হিসেবে ১৪ তম বল উপহার দিল “অ্যাডিডাস”।প্রস্তুতকারক সংস্হা জানায়,প্রত্যেকবার বিশ্বকাপ বল তৈরীর সময় কিছু না কিছু ভাবনা থাকে।এবার যেমন “আল রিহলা” তৈয়ারীর পিছনে কাজ করেছে কাতার এর সংস্কৃতি ঐতিহ্যবাহী নৌকা এবং পতাকার ভাবনা থেকে নেতার হয়েছে।ফিফার পক্ষ থেকে আল রিহলার ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে,আল রিহলা”এবার বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল হবে।ঊড়ন্ত অবস্হায় অন্যসব বলের চেয়ে দ্রুত গতিতে এগোবে এই বলটি।বলটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে ম্যাচের গতি দ্রুত বাড়ানো যায়।
বলটির ভিতরের অংশ পুরোপুরি ফাফা।প্রস্তুতকারী সংস্হার দাবী,বলটি খেলা আরো নিখুঁত ও সংগঠিত হবে।খলা হবে আরো গতিশীল।বলটি দেখতেও খুবই চমৎকার।ক্যাসিয়াস,কাকা,নঊফ ও আল আনজির মতো বিশ্বসেরা খেলোয়াড়রা “আল রিহলাকে”জনসমক্ষে নিতে আসবেন।তারপর বিশ্বজুড়ে দশটি শহর ঘুরবে কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল।
সূত্র- বাংলাদেশ প্রতিদিন
বিডি টুডে নিউজ-
আপনার মতামত লিখুন :