ঢাকাঃ প্রথম ম্যাচে এসেছিল দারুণ জয়। এলো দ্বিতীয় ম্যাচেও। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের করেছে ভারত। আহমেদাবাদে দ্বিতীয় ম্যাচে ২৩৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪৬ ওভারে অলআউট হয় ১৯৩ রানে। ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
বুধবার টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি ভারত। ইনিংস উদ্বোধনের সুযোগ পাওয়া ঋষভ পান্ত ৩৪ বলে ১৮ রান করে সাজঘরে ফেরত যান। আরেক ওপেনার রোহিত শর্মাও ৮ বলে ৫ রান করে আউট হন।
২৩৭ রান করেছিল তারা। সেই লক্ষ্যে প্রসিদ্ধের দুর্দান্ত বোলিংয়ে ২০০ রানও করতে পারেনি সফরকারীরা। ২৫ বছর বয়সী পেসার ৯ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। তার পেস বিষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন শামারাহ ব্রুকস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছেন আকিল হোসেন। এর আগে ওপেনিংয়ে শাই হোপ ২৭ ও ব্রেন্ডন কিংস করেন ১৮ রান। শেষ দিকে ২০ বলে ২৪ রান করেন ওডেন স্মিথ।
ম্যাচসেরার পুরস্কার জেতা প্রসিদ্ধের দুর্দান্ত বোলিংয়ের পাশপাশি ২টি উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও দীপক হুডা।
এর আগে ভারতের ইনিংসে ছিল চমক। লোকেশ রাহুল একাদশে আছেন। রোহিত শর্মার সঙ্গে তিনি ওপেনিংয়ে নামবেন, সেটাই প্রত্যাশিত। তবে চমক উপহার দিয়ে রোহিতের সঙ্গে ইনিংস শুরু করলেন ঋষভ পান্ত। যদিও স্বাগতিকদের এই বাজি কাজে আসেনি। শুরুতেই ফিরে যান অধিনায়ক রোহিত (৫)। ওই ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি পান্ত ও বিরাট কোহলি। ওডেন স্মিথের ধাক্কায় দুজনই আউট। নতুন পজিশনে পান্ত থামেন ১৮ রানে। অধিনায়কত্ব হারানো কোহলিও পারেননি বেশিদূর যেতে, তিনিও ফেরেন ১৮ রানে। ফলে ৪৩ রান তুলতে ভারতের নেই ৩ উইকেট।
বিপদে পড়া ভারতকে টেনে তোলেন রাহুল ও সূর্যকুমার যাদব। চার নম্বরে নেমে আলো ছড়িয়েছেন রাহুল। চাপের মধ্যে সূর্যকুমারকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ৯০ রানের জুটি। রাহুল মাত্র ১ রানের জন্য মিস করেছেন হাফসেঞ্চুরি। ৪৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৪৯ রানের ইনিংস।
তবে ভুল করেননি সূর্যকুমার। পাঁচ নম্বরে নেমে এই ব্যাটার তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। ফাবিয়েন অ্যালেনের শিকারে পরিণত হওয়ার আগে ৮৩ বলে ৫ বাউন্ডারিতে খেলেন ৬৪ রানের ইনিংস। এছাড়া ছোট তবে কার্যকরী ইনিংস খেলে অবদান রেখেছেন দীপক হুডা (২৯) ও ওয়াশিংটন সুন্দর (২৪)। তাদের ব্যাটে ভর করে লড়াই করার মতো স্কোর গড়ে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার স্মিথ। এই পেসার ৭ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো ২ উইকেট পেয়েছেন আজারি জোসেফ, ১০ ওভারে তার শিকার ৩৬ রান।
আপনার মতামত লিখুন :