[gtranslate]

একুশে পদক-২০২২,হস্তান্তর প্রধানমন্ত্রী –


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২২, ৯:১৭ পূর্বাহ্ণ / ১৯৩
একুশে পদক-২০২২,হস্তান্তর প্রধানমন্ত্রী –

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযাদ্ধা আ ক ম মোজাম্মেল হক আজ রোববার সকালে একুশে পদক-২০২২ অনুষ্ঠান বিজয়ীদের মাঝে হস্তান্তর করেন।

সংস্প্রকৃতি প্রতিমন্ত্রী  কে এম খালিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানটি সন্চালনা করেন।সাংস্কৃতিক মন্ত্রালয় এর সচিব মোং আবুল মনসুর অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন।

নীতিমালা অনুযায়ী প্রত্যেকে এককালীন নগদ চার লক্ষ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্নপদক,রেপ্লিকা ও একটি সম্মানাপত্র প্রদান করা হয়।জাতীয় পর্যায়ের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।সরকার একুশে পদক-২০২২  প্রদানের জন্যে গত ৩ই ফেব্রয়ারী ২৪ জন বিশিষ্ট নাগরিকের নাম ঘোষনা করে।