[gtranslate]

একসাথে হাফেজা হয়ে প্রশংসায় ভাসছেন ফিলিস্তিনি দুই বোন-


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ণ / ১৩১
একসাথে হাফেজা হয়ে প্রশংসায় ভাসছেন ফিলিস্তিনি দুই বোন-

ছবি-সংগৃহীত

একসাথে হাফেজা হয়ে প্রশংসায় ভাসছেন ফিলিস্তিনি দুই বোন।আরব বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের আলোচনা এখন ঐ দুই বোনকে ঘিরে।

শুক্রবার সন্ধ্যায় আলজাজিরা তাদের হিফজ সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে।ঐ দুই বোনের নাম যথাক্রমে দিমা মোহাম্মদ জাআরাব ও নাগাম মোহাম্মদ জাআরাব।

পরিবারের সাথে ঐ দুইবোন গাজা ঊপত্যাকার রাফাহ অন্চলে বসবাস করে।নাগাম মোহাম্মদের ফেসবুক সূত্রে খবরটি নিশ্চিত করলেও তারা কবে,কত দিনে,হিফজ সম্পন্ন করেছেন ,সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি আলজাজিরা।

সূত্র-আলজাজিরা

বিডি টুডে নিঊজ