ছবি-সংগৃহীত
শুধু আইনের বই নয়,কুরআন অধ্যায়নের মাধ্যমে তাকওয়া অর্জন করে দেশ,রাষ্ট্র ও সমাজ গঠনে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে।বিচার ব্যবস্হা তথা আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে জানিয়েছেন ঢাকা বিশ্ববিালয়ের আইন বিভাগের অধ্যাপক ড.নকীব মুহাম্মদ নসরুল্লাহ।
সুপ্রিম কোর্ট বার সমিতির সামছুল হক চৌং মিলনায়তনে রোববার বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ড.নবীক এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত ও কেন্দ্রীয় সভাপতি জসিম ঊদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারন সম্পাদক ব্যারিষ্টার মাহবুব ঊদ্দিন খোকন,মসজিদ মিশন সেক্রেটারি জেনারেল খলিলুর রহমান মাদানীসহ অন্যান্য বিশিষ্ট আইনজীবিরা ঊপস্হিত ছিলেন।
অধ্যাপক ড.নকীব মুহাম্মদ নসরুল্লাহ বলেন,মহান আল্লাহ প্রথম নাযিলকৃত শব্দ ইকরা।অর্থাৎ পড়।মহান আল্লাহর নামে পড়া শুরু করতে বলা হয়েছে।রমজান মাস কুরআন নাযিলের কারনে এত সম্মানিত।বাংলাদেশের সত্যিকার ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে আইন আদালতে কুরআনের বিধান অনুসরনের কোন বিকল্প নাই।বিচার প্রার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নৈতিকতা সম্পন্ন বিচারক নিয়োগ দিতে হবে।
ঊল্লেখ্য আসন্ন সুপ্রিম কোর্ট বার এসেসিয়েশনের নির্বাচনে ইসলামী মুল্যবোধ ও জাতীয়তাবাদী প্রথীগনক্ বিজয়ী করার জন্যে সাধারন আইনজীবি ভোটারদের নিকট ভোট চান।বিশেষ করে অ্যাডভোকেট জসিম ঊদ্দিন সরকার ভোটারদের দোআ ও সমর্থন প্রত্যাশা করেন।
বিডি টুডে নিঊজ
চট্টগ্রাম থেকে প্রকাশিত/
আপনার মতামত লিখুন :