[gtranslate]

একজন নীতিবান ও দুঃসাহসী পুলিশ কর্মকর্তা মহরম আলী,বদলী চট্টগ্রামে


বরগুনা প্রতিনিধি
প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২২, ৪:০২ অপরাহ্ণ / ১৬৯
একজন নীতিবান ও দুঃসাহসী  পুলিশ কর্মকর্তা মহরম আলী,বদলী চট্টগ্রামে

ছবি- সংগৃহীত

ইতিপূর্বে মহরম আলীকে বরিশাল ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়।

বরগুনার ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে পুলিশের লাঠিচার্জের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে চট্টগ্রাম রেন্জে বদলী করা হয়েছে।

বরগুনার পুলিশ সুপার (এসপি) জাহাংগীর মল্লিক বুধবার(১৭ আগষ্ট)জানিয়েছেন,আরো পাঁচ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে ভোলা ও পিরোজপুর জেলা ইউনিটের সাথে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্প্রতিবার পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা।

বরগুনার সাধারন জনগনের সাথে কথা বলে জানা গেছে যে,পুলিশ কর্মকর্তা মহরম আলী একজন নীতিবান ও সাহসী মানুষ।জনগনের সাথে বন্ধুসুলভ আচরন সত্যি প্রসংশনীয়।তিনি এলাকার একজন আইডল হিসেবে খ্যাত।তিনি অন্যায়ের প্রতিবাদী কন্ঠস্বর।

সার্কিট হাউস মিলনায়তনে ডিআইজি আখরারুজ্জান সাংবাদিকদের জানায়,প্রত্যেকেরই  ভালো আচরন দেখানো ঊচিত।এএসপি মহরম আলী যাতে তদন্তে প্রভাব ফেলতে না পারে সেজন্যে তাকে বদলী করা হয়েছে।তাছাড়া যখন কারো বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা নেয়া হয়,প্রথমে সেই ব্যাক্তিকেই বদলী বা প্রত্যাহার করা হয়।

বরগুনা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগের সহ সভাপতি শওকত হাসানুর রহমান রিমন ,বরগুনার জেলা প্রসাশক হাবিবুর রহমান ও আওয়ামীগের জৈষ্ঠ্য নেতারা বৈঠকে ঊপস্হিত ছিলেন।

পরে এমপি ধীরেন্দ্র সাংবাদিকদের  বলেন,পুলিশ কর্মকর্তা ছাত্রলীগের সদস্যদের সাথে যা করেছেন তা বেআইনি এবং অনৈতিক।বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার জন্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়,পুলিশ সদর দপ্তর ও সরকারকে ধন্যবাদ জানায়।