[gtranslate]

ঋনের দায়ে বাংলাদেশ দেওয়ালিয়া হতে পারে- জি এম কাদের


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২২, ১০:২৩ পূর্বাহ্ণ / ২১১
ঋনের দায়ে বাংলাদেশ দেওয়ালিয়া হতে পারে- জি এম কাদের

ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা)চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের(জি এম) বলেছেন ,ঋনের দায় বাংলাদেশ দেওয়াল্য়া হতে পারে।দেশে ঋনের পরিমান ১৬ লাখ কোটি টাকা।আগামীতে সুদসহ এ ঋন পরিশোধ করতে হবে।তখন দেশের অবস্হা আরো ভয়াবহ হতে পারে।

হুসাইন মোহাম্মদ এরশাদ এর স্মরনে শুক্রবার (১৫ জুলাই)বিকেলে রাজধানীর জুরাইনের শ্যামপুর ও কদমতলী জাতীয় পার্টি থানা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জি এম কাদের।