[gtranslate]

ইসলাম গ্রহনের পর আবেগে কাঁদলেন জার্মান তরুনী ফ্যাবিয়ান ডরিস-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ২১, ২০২২, ৪:১৪ অপরাহ্ণ / ১১৬
ইসলাম গ্রহনের পর আবেগে কাঁদলেন জার্মান তরুনী ফ্যাবিয়ান ডরিস-

ছবি- সংগৃহীত

ইসলাম গ্রহন করলেন ফ্যাবিয়ান ডরিস নামের ২০ বছরের এক জার্মান তরুনী।এসময় কলিমায়ে শাহাদাত পাঠ করার পর তিনি আবেগে কেঁদে ফেলেন।

বুধবার আলজাজিরা জানায়,তুরুস্কের দক্ষিন পূর্বন্চলীয় প্রদেশ গাজিয়ান্তেপে প্রদেশে আনুষ্ঠানিক ভাবে ইসলামে প্রবেশ করেন ফ্যাবিয়ান।

এ সময় সেখানে প্রাদেশিক মুফতি শায়খ হোসাইন হাজারলার ঊপস্হিত ছিলেন।তিনিই তরুনীকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলাম গ্রহন করেন।তিনি বলেন,আমি ইসলামে সৌন্দর্য্য দেখেছি।আমি মুগ্ধ,আমি গর্বিত।

ফ্যাবিয়ান ডরিস আর তার পুরানো নামে পরিচিত হবেন না।এখন তার নাম সিরাহ।তিনি অনেক ইসলাম সম্পর্কে গবেষনার পর ইসলামে প্রবেশ করেন।

সূত্র- আলজাজিরা

বিডি টুডে নিঊজ

একটি ইসলামিক অনলাইন পত্রিকা

(সদ্য সংবাদ ও সংবাদ শিরোনাম নীচে বটম লাইন দেখুন)