[gtranslate]

ইসলাম আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ -মঈন আলী


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুলাই ২০, ২০২২, ৪:১৮ অপরাহ্ণ / ১৯১
ইসলাম আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ -মঈন আলী

পরিবারের সাথে মঈন আলী।ছবি-সংগৃহীত

ইংল্যান্ড জাতীয় ক্রিক্রেট দলের অন্যতম অলরাউন্ডার মঈন আলীর নিকট ধর্ম বিশেষ অর্থবহ।তিনি বলেন,ইসলামই আমার নিকট সবকিছু এবং সবার আগে।আমার এবং আমার পরিবারের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বুধবার পাকিস্তানি গনমাধ্যম জিএ নিঊজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন।তাতে জানানো হয়,সাবেক ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান ও তার দুই সতীর্থ মঈন আলী এবং আদিল রশিদের তাদের ধর্ম এবং পবিত্র হজ্জ নিয়ে সাক্ষাতকার নেন।ওই সাক্ষাৎকারে মঈন আলী এ বিষয়টি স্পষ্ট করেন

এ বিষয়ে মঈন আলী আরো বলেন,ধর্মের আমরা দৈনন্দিন বিষয় হিসেবে গুরুত্ব দিই।ক্রিকেটে যেমন ক্রিকেটারেরা রোল মডেল ,ঠিক তেমনি ধর্মের মধ্যে নবী রাসূলগন রোল মডেল।মঈন জানান,দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ও রমজানের রোজা পালনের চেষ্টায় ত্রটি করেন না তিনি।

মঈন আলী মনে করেন,হজ্ব ধৈর্য্য শিক্ষা দেয়,চরিত্রের ব্যাপক পরিবর্তন আনে।হজ্বে সময় সবাই একই রকম শুভ্র পোষাকে আবৃত হয়।যেখানে ধনী গরীবের কোন ভেদাভেদ থাকে না।

আদিল রশিদ বলেন,যদি কারো হজ্ব করার সামর্থ্য থাকে,তাহলে তার হজ্ব আদায় করা ফরজ।আমিও এ বছর হজ্ব আদায় করেছি।

সূত্র- জিও নিঊজ

বিডি টুডে নিঊজ