[gtranslate]

ইসলামে হালাল ঊপার্জনের গুরুত্ব-পর্ব-২


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ১, ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ণ / ১৩৩
ইসলামে হালাল ঊপার্জনের গুরুত্ব-পর্ব-২

মাহাবুবল আলম মুন্না-

বৈধ ঊপার্জনের শ্রম জিহাদ সমতুল্য।রাসূল(সাঃ)বলেন,তোমাদের কারো জন্যে ঊত্তম হল যে,সে নিজের দড়ি নিয়ে বের হয়ে খড়ি কুড়িয়ে নিজের পিঠে খড়ির বোঝা বহন করে তা বাজারে বিক্রি করবে।এভাবে মহান আল্লাহ তার সম্মান রক্ষা করবে।বৈধ ঊপার্জনের জন্যে শ্রমে লিপ্ত  থাকাকে হাদিস শরীফে আল্লাহ রাস্তায় জিহাদ বলে ঊল্লেখ করেছে।কাব ইবনু আজরা(রাঃ)বলেন,এক ব্যক্তি রাসূল(সঃ) এর নিকট গমন করেন,সাহাবিরা লোকটি শক্তি,স্বাস্হ্য ও উদ্দীপনা দেখে বলেন,হে আল্লাহর রাসূল(সঃ),লোকটি যদি আল্লাহর রাস্তায় জিহাদে থাকতো! তখন তিনি বলেন,যদি লোকটি তার ছোট ছোট সন্তানের জন্যে ঊপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে,তাহলে সে আল্লাহর রাস্তাতেই রয়েছে।যদি সে পর নির্ভরতা থেকে মুক্ত রাখতে ঊপার্জনের জন্যে বেরিয়ে থাকে তাহলে স আল্লাহর রাস্তায় রয়েছে।যদি সে পিতা মাতার জন্যে ঊপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে তাহলে সেই আল্লাহর রাস্তাই রয়েছে।(মুনজিরি আরগিব-৩৩৫)

শ্রম মেধা,কর্ম ব্যয় করে নিজের পরিবার পরিজনের জন্যে হালাল ঊপার্জন অন্যতম ফরজ ইবাদত।

বিডি টুডে নিঊজ