[gtranslate]

ইসলামে হালাল উপার্জন এর গুরুত্ব-


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ৩১, ২০২২, ১২:২৫ অপরাহ্ণ / ১৯৮
ইসলামে হালাল উপার্জন এর গুরুত্ব-

মাহাবুবুল  আলম মুন্না-

ইসলামে নিজ হাতে কামাই করাকে অনেক বেশী গুরুত্ব দিয়েছে।আমাদের প্রিয় নবী(সঃ) নিজ হাতে ঊপার্জন করাকে অনেক বেশী পছন্দ করতেন।তিনি নিজের জুতা নিজেই সেলাই করতেন।নিজের বকরি নিজেই দোহন করতেন।হালাল ঊপার্জন প্রসংগে মহান আল্লাহ তায়ালা বলেন,”হে রাসূলগন তোমরা পবিত্র বস্তু থেকে আহার কর এবং সৎকর্ম করো।”তোমরা যা করো সে বিষয়ে আমি অবহিত।”(সূরা মুমিনুল-৫১)।রাসূল(সাঃ) বলেন,” বৈধ ঊপার্জনের সন্ধান করা প্রত্যেক মুসলমানের ঊপর অত্যাবশ্যকীয় এবং ফরজ ইবাদত।”(মাজমাঊজ যাওয়াইদ-২৯১)

নিজ হাতে ঊপার্জিত খাবার হল,শ্রেষ্ট খাবার।শ্রম ছাড়া পরের দান বা ভাতার ঊপর নির্ভরতার বিষয়ে ইসলামে আপত্তি রয়েছে।রাসূল(সাঃ) বলেন.”সর্বোকৃষ্ট পুন্যময়-সততাময় বানিজ্য এবং মানুষের নিজের হাতের কর্ম”।(আহমদ,আল মুসনাদ-৪৬৬)।হযরত আয়শা(রাঃ) বলেন,রাসূল(সাঃ) এর সাহাবীরা স্বশ্রমিক ছিলেন”(সহীহ বুখারি-৭৩০)।রাসূল(সঃ) শ্রম বিমূখতাকে ঘৃনা করেছেন।(চলবে-

বিডি টুডে নিঊজ