[gtranslate]

ইসলামের সাথে প্রতিদিন -বিদাআত


ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : জুন ৭, ২০২২, ৪:০৭ অপরাহ্ণ / ২৩১
ইসলামের সাথে প্রতিদিন -বিদাআত

 

বিদাআত সম্পর্কে মহান আল্লাহ তায়ালা বলেন,”নিশ্চয় এটি আমার সরল পথ।সুতরাং এরই অনুসরন কর এবং ভিন্ন পথ অনুসরন করো না।করলে তা তোমাদেরকে তার(আল্লাহ)পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।”(সূরা আনতাম-১৫৩)

আয়শা রাঃ থেকে বর্নিত রাসূল্লাহ(সাঃ) বলেন,যে ব্যক্তি আমার এই দ্বীনে(নিজের পক্ষ থেকে)কোন নতুন কথা ঊদ্ভাবন করল,যা তার মধ্যে নেই,তা প্রত্যাখানযোগ্য”।(বুখারি ও মুসলিম-২৬৯৭,১৭১৮)

মুসলিমের অন্য এক বর্ননায় এসেছে,”যে ব্যক্তি এমন কাজ করল,সে বিষয়ে আমাদের নির্দেশনা নাই,তা বর্জনীয়।”

বিডি টুডে নিঊজ

একটি ইসলামিক মিডিয়া