কুরআনে করিমে আল্লাহ তায়ালা হতাশ হতে নিষেধ করেছে।বরং কৃত পাপের প্রায়শ্চিত্ত করতে আল্লাহ তায়ালা নবী সাঃ কে সম্বোধন করে বলেছেন,”বলুন,হে আমার বন্দারা,তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো,আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না,আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন।তিনিতো ক্ষমাশীল ও দয়ালু।(সূরা যুমার-৫৩)
আল্লাহ তায়ালা বলেন,যদি শয়তানের কুমন্ত্রনা তোমাকে প্ররোচিত করে,তাহলে আল্লার নিকট আশ্রয় প্রার্থনা কর,তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।”(সূরা হামিম সেজদা -৩৬)
বিডি টুডে নিঊজ
একটি ইসলামিক মিডিয়া
আপনার মতামত লিখুন :